“আমরাই ডিজিটাল উদ্যোক্তা” এর আয়োজনে শুরু হয়ে গেল “ডিজিটাল উদ্যোক্তা মেলা Powered by sManager”। ১৭ই ডিসেম্বর, ২০২০ তারিখে এস-ম্যানেজার এর ফেসবুক পেইজে লাইভ কনফারেন্সের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

“ডিজিটাল উদ্যোক্তা মেলা” মূলত একটি অনলাইন মেলা, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ এরও বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন নিজেদের পণ্যের উপর আকর্ষণীয় সব অফার। আর এই সব অফারে পণ্য কেনা যাবে ১৭ই ডিসেম্বর,২০২০ থেকে ৩১শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত। মেলায় পার্টনার হিসেবে থাকছে এস-ম্যানেজার, উইমেন্স এন্ড ই-কমার্স ফোরাম, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, পেপারফ্লাই, অ্যাডবাকশো, ব্লাডম্যান, একশপ, আইসিটি ডিভিশন। মেলায় প্রতিদিন বেচাকেনার পাশাপাশি থাকছে ব্যবসায়ের উপর বিভিন্ন লাইভ সেশন, প্যানেল ডিসকাশন, ওয়েবিনার, গেমস, আরও অনেক কিছু।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ১২ টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মজিবুল হক, প্রজ়েক্ট ডিরেক্টর, আই ডি ই এ, আই সি টি ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশপ, এ টু আই এর হেড অব ই-কমার্স, জনাব রেজওয়ানুল হক জামি, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট, নাসিমা আক্তার নিশা, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিইও জনাব আদনান ইমতিয়াজ হালিম, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিওও জনাব ইলমুল হক সজীব, এস-ম্যানেজার এর বিজনেস হেড জনাব আব্দুর রহমান তন্ময়। আরও ছিলেন ডিজিটাল উদ্যোক্তা মেলার অর্গানাইজিং কমিটির প্রধান জনাব হাবিব উল্লাহ।

 

হাবিব উল্লাহ জানান, এই মেলায় ২০টিরও বেশি ক্যাটাগরির পণ্য নিয়ে ২৫০ এর বেশি উদ্যোক্তা অংশগ্রহন করছেন এবং প্রত্যেকেই তাদের পণ্যের উপর অনেক অনেক অফার দিচ্ছেন। করোনা পরবর্তী এই সময়ে বাইরে যেয়ে কেনাকাটা করার থেকে অনলাইনে এভাবে বাসায় বসেই কেনাকাটা করার সুযোগ করে দেবার জন্যই তাদের এই উদ্যোগ নেওয়া বলে তিনি জানান।

এস-ম্যানেজারের প্রধান, জনাব আব্দুর রহমান তন্ময় জানান, ”এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষত এফ-কমার্স যারা করেন, তারা সামনের দিকে এগিয়ে যাবার উৎসাহ পাবেন।” এই ধরনের উদ্যোগে এস-ম্যানেজার সবসময়ই এগিয়ে আসবে বলে তিনি জানান।

আরও বক্তব্য রাখেন, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিইও জনাব আদনান ইমতিয়াজ হালিম ও সিওও জনাব ইলমুল হক সজীব। তারা সেবা প্লাটফর্ম লিমিটেড থেকে এই মেলার অর্গানাইজিং কমিটিকে অভিনন্দন জানান এবং এস-ম্যানেজার ও সেবা প্লাটফর্ম লিমিটেড এধরনের উদ্যোগে সবসময় পাশে থাকবে বলে জানান।

একশপ, এটুআই এর হেড অব ই-কমার্স, জনাব রেজওয়ানুল হক জামি জানান বাংলাদেশের মানুষের অনলাইনে কেনাকাটায় আস্থা আসছে। তারা এখন অনলাইনে কেনাকাটায় দ্বিধাবোধ করছেন না। তাই ই-কমার্স ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, বাড়ছে চাহিদা। এমন সময়ে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

উইমেন্স এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট, নাসিমা আক্তার নিশা জানান দেশের ৫০% এফ-কমার্স নারী উদ্যোক্তারা পরিচালনা করছেন। এর মধ্যে একদম ছোট ব্যবসা থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসাও রয়েছে এবং এরা আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাদের উৎসাহ দিতে এই ধরনের উদ্যোগের তুলনা হয় না বলে তিনি মনে করেন।

সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাব সৈয়দ মজিবুল হক, প্রজেক্ট ডিরেক্টর, আইডিইএ, আইসিটি ডিভিশন তার বক্তব্য রাখেন। তিনি জানান আমরা ক্রমশই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আর এই উদ্যোগটিও তারই পরিক্রমার একটি অংশ। সরকার সবসময় এই ধরনের উদ্যোগের সাথে আছে এবং এর প্রশংসা জানিয়ে তিনি মেলার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

Leave a comment