ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্য স্বল্প পুঁজিতে ব্যবসায় শুরু করার জন্য ১০ টি বিজনেস আইডিয়া

বিশ্বব্যাপী COVID-19 মহামারীর কারণে, ২০২০ সাল একই সাথে চরম দুর্ভোগ এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে অনেক মানুষ তার চাকরি হারিয়ে প্রায় নিঃস্ব হওয়ার পথে। সালাউদ্দীন শাকিল তেমন একজন ব্যক্তি। মহামারী শুরু হওয়ার আগেও ভাল একটি কোম্পানিতে হ্যান্ডসাম স্যালারিতে সে জব করত। কিন্তু মহামারী শুরু হওয়ার পরপরই তার কোম্পানি ছাঁটাই করতে শুরু করে। ফলস্বরূপ, তাকেও চাকরি হারাতে হয়। এভাবে চলতে থাকলে টিকে থাকা সম্ভব নয় বিধায় শাকিল তার জমানো স্বল্প পুঁজি নিয়ে ভিন্ন কিছু ভাবছে কিন্তু কোনো ব্যবসায়ের আইডিয়া আপাতত তার মাথায় আসছেনা এবং করবো করবো করে শুরু করতে পারছেনা। তাই শাকিলের মত আরও যারা এই সঙ্কটকালীন সময়ে কিছু করবেন বলে ভাবছেন তাঁদের জন্য কিছু আইডিয়া। স্বল্প পুঁজি কাজে লাগিয়ে ২০২০ সালে টিকে থাকতে পারবেন এবং মহামারী-কাল শেষ হওয়ার পরেও ব্যবসায় নিয়ে সফল হতে পারবেন এমন কিছু ব্যবসায়ের আইডিয়া নিচে দেয়া হলো।

 

১) ড্রাগ স্টোর:

চিকিৎসা সেবা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আর এই করোনা-কালীন সময়ে সবচেয়ে বেশী অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা সম্পর্কিত ব্যবসাগুলো। আর ড্রাগ স্টোর একটি স্মার্ট ব্যবসা হিসেবে বিবেচিত হয়। শাকিল, ইচ্ছে করলে তার স্বল্প পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে একটি ড্রাগ স্টোর দিতে পারে।

২) ইউটিউবিং:

শাকিল যেহেতু একজন শিক্ষিত ছেলে তার মানে সে অন্যকেও শিখাতে পারবে। টেন মিনিট স্কুলের মত চাইলে সেও ইউটিউবে একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করতে পারে যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার তবুও একবার সফল হতে পারলে পিছনে ফিরে তাকানো লাগবেনা।

৩) অনলাইন বুটিক/জুয়েলারি শপ:

বর্তমানে গৃহিণীদের গৃহস্থালি কাজ শেষ করে স্মার্ট ফোন স্ক্রল করতে দেখা যায়। আর স্ক্রল করতে করতেই তারা বিভিন্ন অনলাইন শপের মাধ্যমে ড্রেস এবং জুয়েলারি অর্ডার করে ঘরে বসেই কিনে ফেলে। অনলাইনে এই দুইটা আইটেমের সেল সর্বাধিক। শাকিল অনলাইনে বুটিক কিংবা জুয়েলারি শপ খুলে ফেলতে পারে। তারপর তার সঞ্চিত স্বল্প পুঁজির দ্বারা বিভিন্ন জায়গা থেকে পাইকারি দামে ড্রেস এবং জুয়েলারি সংগ্রহ করে অনলাইনে বিক্রয় করে লাভবান হতে পারে।

৪) ফ্রিল্যান্সিং:

ফ্রিল্যান্সিং শেখার জন্য এখন আর কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়না। শাকিল চাইলেই ঘরে বসে অল্প কিছু অর্থের বিনিময়ে কোর্সেরা অথবা ইউডেমি থেকে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো শিখে ফাইবার, আপ-ওয়ার্কের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কাজ করে অর্থ উপার্জন করতে পারে।

৫) ফাস্টফুড রেস্টুরেন্ট/কফি-শপ:

ভোজন প্রিয় বাঙ্গালী সবসময়ই মুখরোচক খাবার খুঁজে থাকে। শাকিল চাইলেই সম্পূর্ণ ভিন্ন কিছু খাবারের আইডিয়া নিয়ে রেস্টুরেন্ট অথবা কফি-শপ চালু করতে পারে।

৬) ইভেন্ট ম্যানেজমেন্ট:

এখনকার যুগে কোনো অনুষ্ঠান মানেই ভাল ইভেন্ট ম্যানেজমেন্টর দ্বারস্থ হওয়া। বিয়ে কিংবা জন্মদিন সবকিছুর দায়িত্ব যেন ইভেন্ট ম্যানেজারের হাতে দিয়ে দিতে পারলেই মানুষ বাঁচে। স্বল্প পুঁজি আর দক্ষ একটি টিম বানিয়ে শাকিল ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়ে কাজ করতে পারে।

৭) ট্রাভেল এজেন্সি:

ভোজন-রসিক বাঙ্গালী আবার ভ্রমণ-পিপাসুও বটে। এখনকার যুগে তরুণ তরুণীরা ভ্যাকেশন পেলেই দলবেঁধে ছুট দেয় অজানা, অচেনা জায়গা ঘুরে ফিরে দেখার উদ্দেশ্যে। আর এ ব্যাপারে তারা সম্পূর্ণভাবে নির্ভর করে একটি ভালো ট্রাভেল এজেন্সির উপর। শাকিল ২০২০ সালে স্বল্প পুঁজিতে এই ব্যবসায় স্ট্যাব্লিশ করার ব্যাপারটাও বিবেচনায় নিতে পারে।

৮) মোবাইল ব্যাংকিং এবং মোবাইল রিচার্জ:

মুঠোফোনের যুগে সবাই এখন মোবাইল নির্ভর এবং সেই সাথে ফোনে কথা বলার জন্য মানুষের ফোনে টাকা রিচার্জ করার প্রয়োজন হয় এবং মোবাইল ব্যাংকিং কার্যক্রম যেমন: বিকাশ/রকেট এর উদ্ভাবন হবার পর, অর্থের লেনদেনের জন্য মানুষ এখন মোবাইল অ্যাপ-এর উপর নির্ভর করে। রিচার্জ কিংবা ক্যাশ ইন/আউটের সময় মানুষ এই দোকানগুলো হন্যে হয়ে খুঁজতে থাকে। শাকিল ইচ্ছে হলেই ছোট একটা দোকান নিয়ে মোবাইল রিচার্জ এবং মোবাইল ব্যাংকিং এর বিজনেস করতে পারে।

৯) মাশরুম চাষ:

মাশরুম একটি পুষ্টিকর খাবার এবং অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হিসেবে স্বীকৃতি পেয়েছে। শাকিল এই কোয়ারেন্টিন-এর সময়ে অনলাইনে মাশরুম চাষ সম্পর্কিত ভিডিও দেখে মাশরুম চাষ শিখে নিয়ে এই ব্যবসাটার দিকে ঝুঁকতে পারে। মাশরুম চাষে সফল হতে পারলে অর্ডার ডেলিভারি দিয়ে শেষ করা যাবেনা কারণ, মাশরুমের চাহিদা খুবই বেশী।

১০) ডিপার্র্টমেন্টাল স্টোর/গ্রোসারি শপ:

মুদি দোকানের আধুনিক সংস্করণ হিসেবে স্বপ্ন, মিনা-বাজার সহ অনলাইনে চালডাল.কম আমরা দেখতে পাই। আর মুদি সামগ্রীর অনেক চাহিদা হওয়ার কারণে এই সমস্ত শপগুলোর বিক্রিও বেশী। স্বল্প পুঁজিতে স্বপ্ন টাইপ বিশাল চেইন ব্যবসা দাঁড় করানো না গেলেও ছোট পরিসরে একটু আধুনিক পন্থায় একটা গ্রোসারি শপ শুরু করা যায়।

 

আমরা শাকিলকে কিছু বিজনেস আইডিয়া দিয়ে সহোযোগিতা করেছি, কিন্তু এই আইডিয়া আসলে কাজে লাগাতে পারে শাকিলের মতো যেকোনো উদ্যাক্তা। আর ব্যবসায়ের শুরু থেকে মুনাফা অর্জন কিংবা বিক্রয় বৃদ্ধির প্রতিটি স্তরে সহোযোগিতার জন্য আপনি পাশে পাবেন sManager-এর দক্ষ টিম কে যারা আপনাকে ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সহোযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর।

 

sManager সম্পর্কে আরও জানতে ভিজিট করুন

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/pg/sManager

ফেসবুক কমিউনিটি লিংক: https://www.facebook.com/groups/692792341254749/

অ্যাপ ডাউনলোড লিংক: https://cutt.ly/sManagerApp

 

বিস্তারিত জানতে কল করুন ১৬৫১৬

 

 

 

Leave a comment