ড্যাশবোর্ড

আপনার ব্যবসায়ের নির্ভুল ও কুইক ডিসিশান নেওয়ার জন্য আমরা এস-ম্যানেজার অ্যাপে সংযোজন করেছি ড্যাশবোর্ড ফিচারটির, যেখান থেকে আপনি খুব সহজেই আপনার ব্যবসায়ের ভাল-মন্দের সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায়ের মোট বিক্রি, মোট কালেকশন, মোট বাকি এই হিসাবগুলো দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক রিপোর্ট আকারে দেখা যায় “ড্যাশবোর্ড” ফিচারটির মাধ্যমে।

 

সুবিধা

✅ সময় বাঁচায়
✅ মোট বিক্রি, মোট আয় ও মোট বাকি দেখা যায় এক জায়গাতেই
✅ লাভ বা লোকসানের হিসাব দেখা যায় একই সাথে


কিভাবে ব্যবহার করবেন:

১। হোমপেজ থেকে “ড্যাশবোর্ড” ফিচার ট্যাপ করুন।

২। তারিখ অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক সর্বমোট সেলস দেখতে পারবেন ।

৩। মোট বিক্রি, মোট কালেকশন এবং মোট বাকি পরিমানসহ দেখতে পারবেন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক, সব ভাবেই।

Leave a comment