ব্যবসায়ের ওয়েবসাইট থাকার ১০ টি সুবিধা

 

বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক ব্যবসায়ে টিকে থাকার জন্য একজন ব্যবসায়ীকে শুধুমাত্র ফিজিক্যাল স্টোর বেইজড ব্যবসায়ের উপর নির্ভর করলেই চলেনা বরং আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য অনলাইনেও নিজেদের ফুট-প্রিন্ট রাখা প্রয়োজন। এর জন্য প্রয়োজন নিজের ব্যবসায়ের নামে নিজের ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ই-কমার্সে সফল হওয়ার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি সঠিক, নির্ভরযোগ্য এবং তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট-এর মাধ্যমে একজন ব্যবসায়ী তার পণ্য অথবা সেবা সম্পর্কে তার গ্রাহকদের পরিষ্কার ধারণা দিতে পারে। যখন নিজস্ব গণ্ডি পেরিয়ে আরো অন্যান্য অঞ্চল কিংবা দেশে নিজের পণ্য এবং সেবা অথবা নিজের ব্র্যান্ডকে পরিচিত করানোর প্রয়োজন পরে, তখনই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথাটি চলে আসে। একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইটের মাধ্যমে কাছে কিংবা দূরের একজন অডিয়েন্স একটি ব্যবসায়, পণ্য ও সেবা সম্পর্কে যথাযথ ধারণা পেতে পারে। তাহলে জানা যাক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ১০ টি সুবিধা।

 

১। সহজ রক্ষণাবেক্ষণ:

সফটওয়্যার বেইজড ওয়েব ডেভেলপমেন্ট-এর ফলে সফটওয়্যার-এ কোনো আপগ্রেডেশন আনা হলেও আলাদাভাবে প্রতিটি ইউজারের ডেস্কটপ ইন্টারফেস পরিবর্তন করা লাগেনা। স্বয়ংক্রিয়ভাবে তা পরিবর্তন হয়ে যায়। যেমন: ফেইসবুক-এ কোনো পরিবর্তন আনা হলে বা নতুন কোনো ফিচার আসলে ফেইসবুক অথোরিটি তাদের ইউজারদের কাছে আলাদাভাবে গিয়ে কোনো পরিবর্তন করে দিয়ে আসেনা বরং তাদের ওয়েব মূল অফিস থেকে একবার ডেভেলপ করে দিলেই সবার ইউজার ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়।

২। অর্থের সাশ্রয়:

ওয়েবসাইট মেইন্টেইন করার জন্য বিশাল এবং বহু মূল্যের হার্ডওয়্যার-এর প্রয়োজন পরেনা ফলে খুব সাশ্রয়ী মূল্যের হার্ডওয়্যার দিয়েও একটি ওয়েবসাইট মেইন্টেইন করা যায়। যার ফলে যেকোনো কোম্পানি বা ব্যবসায়ের চলতি খরচ অনেকাংশে কমে আসে।

৩। অপারেটিং সিস্টেম/প্ল্যাটফর্ম:

ওয়েবসাইট-এর আরেকটি সুবিধা হচ্ছে ওয়েবসাইট-কে রান করার জন্য কোনো অপারেটিং সিস্টেম-জনিত ঝামেলা নেই। একজন ইউজার যে অপারেটিং সিস্টেম-ই ইউজ করুক না কেন (যেমন: উইন্ডোজ বা ম্যাক) সেটাতেই ওয়েবসাইট রান করতে পারে।

৪। সম্পাদনার সুবিধা:

ওয়েবসাইটকে চাইলেই যেকোনো সময়ে নিজেদের মত করে সম্পাদনা করা যায়। সম্পাদনার মাধ্যমে কোনো কিছু ওয়েবসাইট থেকে সংযোজন বা বিয়োজন করা যায়। যেমন: ওয়েবসাইটে নিজেদের পুরনো ঠিকানা বা ফোন নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার এবং ঠিকানা যোগ করা।

৫। অর্থ উপার্জনের সুযোগ:

ওয়েবসাইট দ্বারা অর্থ উপার্জন করাও সম্ভব। ওয়েবসাইটে নিজেদের কাজ করার পরেও ওয়েবসাইটের ফ্রি স্পেস গুলোতে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করা যায়।

) নমনীয়তা:

ওয়েবসাইটকে বিভিন্ন ডিভাইস-ভেদে বিভিন্ন রূপ প্রদান করা যায়। যেমন: মোবাইল ইউজারদের জন্য এক রকম ওয়েবসাইট পেইজ, আবার ডেস্কটপ/ল্যাপটপ ইউজারদের জন্য অন্য রকম ওয়েবসাইট পেইজ ইত্যাদি। মোট কথা, ইউজার যে ডিভাইস-ই ব্যবহার করুক না কেন ইউজারের জন্য যেন সুবিধা হয় এমনভাবে ওয়েবসাইটকে ডেভেলপ করা যায়।

৭। কাজ করার সুবিধা:

ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে সুবিধা এনে দেয়। যেকোনো জায়গায় বসে একজন ওয়েব ডেভেলপার তার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন।

৮। সৃজনশীলতা বৃদ্ধি:

একজন ওয়েব ডেভেলপার তার সৃজনশীলতার যথাযথ প্রয়োগ করতে পারেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে। কারণ, একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট একই সাথে সময়সাপেক্ষ এবং বুদ্ধিদীপ্ত একটি প্রসেস। এক্ষেত্রে একজন ওয়েব ডেভেলপারকে নিজের মতন নয়, বরং গ্রাহকের মতো করে চিন্তা করতে হয়।

৯। কাস্টমার এনগেইজমেন্ট:  

ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ফলে কোম্পানির সঙ্গে গ্রাহকের এনগেজমেন্টও বৃদ্ধি পায়। বর্তমানে কোম্পানিগুলো ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে ব্যাপক নজর দিয়েছে কারণ, দিনে দিনে গ্রাহকদের ব্যস্ততা বাড়ছে, তাই তারা হোম অর্ডার-এর দিকে ঝুঁকছে। আর এটার জন্য অবশ্যই দরকার একটি ভাল মানের ওয়েবসাইট।

১০। তথ্য সংগ্রহ বিশ্লেষণ:

ওয়েবসাইট সার্চ করা এবং ওয়েবসাইটে প্রবেশ করা প্রতিটি গ্রাহকের তথ্য খুব সহজেই এখন সংগ্রহ করা যায়। অর্থাৎ, ওয়েবসাইটে কে আসলো, কি সার্চ করলো, কি অর্ডার করলো, কে চেক আউট করলো এই সংক্রান্ত তথ্যাবলি খুব সহজে জেনে এগুলোকে বিশ্লেষণ করে পরবর্তী ধাপে এগোনো যায়।

 

পরিশেষে বলা যায়, আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়েব ডেভেলপমেন্ট একটি বাস্তবতার নাম। sManager বিজনেস সল্যুশন সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসায় বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে এসেছে সুলভ মূল্যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আপনি এখন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আপনার ব্যবসায়ের ধরণ অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।

 

ওয়েব ডেভেলপমেন্ট প্যাকেজ ও অন্যান্য সার্ভিস যেমন: ডোমেইন, হোস্টিং, কন্টেন্ট, পেমেন্ট লিংক ইন্টিগ্রেশন, এসইও ইত্যাদি সম্পর্কে জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে (লিংক) অথবা কল করুন ১৬৫১৬ নাম্বারে যেকোনো সময়।

 

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ-এ এবং (https://bit.ly/sManager_Community)

ভিজিট করুন: http://bit.ly/sManagerApp

Leave a comment