ব্যবসাকে আরেক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে sManager অ্যাপ-এর ১০ টি সল্যুশন

 

আধুনিক প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য বিষয়গুলোর সাথে সাথে বর্তমানে ব্যবসা-বাণিজ্য গুলোও ডিজিটালাইজড হচ্ছে দিন দিন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ফুট-প্রিন্ট রাখার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত নিত্য নতুন ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া পেইজ তৈরি হচ্ছে যা ব্যবসায়কে করছে আরও গতিশীল। বিশেষ করে নতুন করে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসায় গুলোকে সম্পূর্ণভাবে ডিজিটাল ব্র্যান্ডিং ও মার্কেটিং এর উপর নির্ভরশীল হতে দেখা যাচ্ছে। sManager তেমনই একটি মোবাইল অ্যাপ যা উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। অ্যাপটি ইউজ করলে একই সঙ্গে সময়, শ্রম এবং অর্থ বাঁচানো সম্ভব হয়। দেখে নেয়া যাক একজন ক্ষুদ্র ব্যবসায়ী sManager অ্যাপ ব্যবহার করে কীভাবে তার ব্যবসায়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন।

 

১। সহজলভ্যতা:

sManager অ্যাপটি ডাউনলোড এবং ব্যবহার করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব একটা ঝামেলা পোহাতে হয়না। প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সহজেই ডাউনলোড এবং ইন্সটল করে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই হয়ে গেল। এবার নিশ্চিন্তে ব্যবসায় সংক্রান্ত সমস্ত কাজ নির্ভাবনায় করতে থাকুন।

 

২। পর্যবেক্ষণ:

ব্যবসায়ে সফল হবার অন্যতম একটি পন্থা হচ্ছে সঠিকভাবে টাইম-টু-টাইম ইনভেন্টরি, বেচা-বিক্রি ইত্যাদি পর্যবেক্ষণ বা মনিটরিং করা। প্রতিদিনের বেচা-কেনা সঠিকভাবে ট্র্যাক করতে না পারলে সঠিক আয়-ব্যয় জানা সম্ভব নয়। sManager অ্যাপটিকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যার দ্বারা একজন ব্যবসায়ী খুব সহজেই তার বেচা-কেনার হিসাব মাত্র কয়েক সেকেন্ডেই মনিটর করতে পারেন এবং বিক্রির রিপোর্ট দেখার মাধ্যমে সারাদিন/সপ্তাহ/মাস কিংবা বছরের মোট বিক্রির পরিমাণ  নির্ণয় করতে পারেন।

 

৩। তথ্য সংরক্ষণ এবং ব্যবহার:

বড় বড় ব্যবসায়ের মত ক্ষুদ্র ব্যবসায়ে সফল হবার জন্য ক্ষুদ্র ব্যবসায়েরও প্রয়োজন কাস্টমার এবং অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্যগুলো সংরক্ষণ এবং ব্যবহার করা। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে পূর্বে এই কাজটি ছিল অর্থ এবং সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু sManager এই কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। sManager শুধুমাত্র বেচা-কেনার হিসাবই রাখেনা বরং প্রতিটি ট্রানজেকশন থেকে প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ হিসেবে ভবিষ্যৎ ব্যবহারের জন্য রেখে দেয়।

 

৪। সাপ্লাই-চেইন ম্যানেজমেন্ট:

sManager অ্যাপ প্রতিষ্ঠানের সাপ্লাই-চেইন ম্যানেজমেন্টেও সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট খুব ভালভাবে করার মাধ্যমে এই খাতে খরচ অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করে। যার ফলে, ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষুদ্র পুঁজির খুব বেশী একটা অপচয় হয়না।

 

৫। কাস্টমার ধরে রাখা:

পুরাতন কাস্টমার ধরে রাখার উপর ব্যবসায়ের সফলতা অনেক বেশী নির্ভর করে। অফলাইন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তা তাদের এক্সিস্টিং কাস্টমার অধিকাংশ ক্ষেত্রেই ধরে রাখতে ব্যর্থ হয়। তবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তা যদি sManager অ্যাপটি ব্যবহার করেন সেক্ষেত্রে ডিজিটালই তার পুরাতন কাস্টমারদের তথ্য ব্যাকআপ রেখে তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে তাদের সাথে ব্যবসায় চালিয়ে নিতে পারেন।

 

৬। ম্যানেজার টুলস:

sManager অ্যাপ-এর ম্যানেজার টুলস ক্ষুদ্র ব্যবসায়ীকে অ্যাপ ব্যবহারে বিভিন্ন সহায়তা দিয়ে থাকে যেমন: গিফট পয়েন্ট, সেবা ক্রেডিট, ট্রেনিং ইত্যাদি।

 

৭। পেমেন্ট কালেকশন:

ক্ষুদ্র ব্যবসায়ী তার দৈনন্দিন বেচা-বিক্রির পেমেন্ট sManager অ্যাপের ডিজিটাল কালেকশন ফিচারটির মাধ্যমে অনলাইনে কালেক্ট করতে পারেন। এর জন্য ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যাংক একাউন্ট বা পস মেশিন থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র পেমেন্ট লিংক শেয়ার করেই অনলাইনে টাকা কালেক্ট করা যায়, যে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে যেকোনো সময় উত্তোলনও করা যায়।

 

৮। লোন গ্রহণ:

ঘরে বা নিজ প্রতিষ্ঠানে বসেই কম খরচে, কম সময়ে একজন ক্ষুদ্র ব্যবসায়ী sManager ডিজিটাল লোন ফিচারটি ব্যবহার করে ব্যাংক থেকে লোন গ্রহণ করে ব্যবসাকে এগিয়ে নিতে পারেন নিজের ব্যবসায় বা কারবার প্রতিষ্ঠানকে। এক্ষেত্রে sManager একজন ব্যবসায়ীকে সর্বোচ্চ সহায়তা প্রদান করে থাকে।

 

৯। ভার্চুয়াল স্টোর:

sManager অ্যাপের মাধ্যমে একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার পণ্য ও সেবার ছবি, দাম, এবং তথ্য প্রদানপূর্বক একটি লিংক তৈরি করে কাস্টমারদের শেয়ার করে তাঁদের জন্য ভার্চুয়াল দোকান তৈরি করতে পারেন। যার দ্বারা অনলাইনে ব্যবসায়ের অগ্রগতি সম্ভব।

 

১০। মার্কেটিং সুবিধা:

sManager দ্বারা একজন ব্যবসায়ী তার ব্যবসায়কে মার্কেটিং করার সুযোগও পেতে পারেন। এই অ্যাপের দ্বারা ব্যবসায়ী ফেইসবুক এবং এসএমএস মার্কেটিং করে তার গ্রাহকের কাছে ব্যবসা ও পণ্য সম্পর্কিত তথ্য এবং অফার পৌঁছুতে পারেন।

 

ব্যবসায় ক্ষেত্রে স্মার্ট একটি সল্যুশন নিয়ে এসেছে sManager। ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরদের ক্ষেত্রে এই অ্যাপটি অনেক কার্যকরী কারণ, শুধুমাত্র এই একটি অ্যাপ ব্যবহার করে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এক হাতে অনেক কার্য সম্পাদন করতে পারেন যা আগের সময়গুলোতে সম্ভব নাও হতে পারত।

অ্যাপটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন

ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/sManager/

ফেসবুক কমিউনিটি লিংক: https://www.facebook.com/groups/692792341254749

অ্যাপ ডাউনলোড লিংক: https://cutt.ly/sManagerApp

বিস্তারিত জানতে কল করুন ১৬৫১৬

Leave a comment