sManager এসএমএস মার্কেটিং-এর ৫ টি কৌশল

 

ডিজিটাল যুগের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আপনাকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতেই হবে। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসায় পরিচালনায় কমপ্লিট বিজনেস সল্যুশন দিচ্ছে sManager বিজনেস সল্যুশন মোবাইল অ্যাপ। এই অ্যাপ-এর ‘মার্কেটিং ও প্রোমো’ ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই বাল্ক এসএমএস স্বল্প মূল্যে আপনার কাস্টমারদের পাঠাতে পারবেন সহজেই।

 

SMS মার্কেটিং-এর ৫টি কৌশল

১। কুপন অফার

ইমেইল মার্কেটিং এর মতই কাস্টমারদের এসএমএস মার্কেটিং এর মাধ্যমে কুপন কোড অফার করতে পারেন। যে সকল কাস্টমার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানেন ও ভালোবাসেন তারা কেনাকাটার সিদ্ধান্ত নেবার সময় আপনাকে বেছে নিতে খুব বেশি ভাবেন না। একটি গবেষণায় দেখা গেছে ২০১৬ সালে ৮ মিলিয়ন ইউ এস কাস্টমার কেনাকাটায় সেলারদের দেয়া কুপন কোডে সাড়া দিয়েছে। ধারণা করা হচ্ছে এই ২০২১ সাল নাগাদ ১৪৫.৩ মিলিয়ন হবে।

 

২। সেইম ডে শপিং

সেইম ডে শপিং নামে আরও একটি কৌশল ব্যবহার করে  প্রতিদিনের সেলের পরিমাণ বাড়াতে পারেন। কাস্টমারদের কুপন অফার করুন যেটি শুধু মাত্র সেই দিনেই কার্যকর হবে।

 

৩। লিমিটেড সময়ে অর্ডারে অফার

বিজনেসের যত দ্রুত কাস্টমারদের অর্ডার কনফার্ম করতে প্রভাবিত করতে পারবেন তত ভালো। কাস্টমার যদি একটি অ্যাড বা অফার পাবার পরে কিছু মুহূর্তে মধ্যে অর্ডার না করে তবে তাদের অর্ডার করার সম্ভাবনা খুব কম থাকে। যারা কেনাকাটা করার সিদ্ধান্ত নেবার মুহূর্তে রয়েছে তাদের সীমিত সময়ের মধ্যে অর্ডার করাতে অফার দিলে তারা দ্রুত কেনাকাটা সম্পন্ন করে। হারিয়ে যাবার ভয় তাদের মধ্যে জেগে উঠে এসময় কারণ তারা সেই প্রোডাক্টটি কিনতে চায় এবং আপনি তাকে ভালো মূল্য অফার করছেন।

 

৪। বিজনেস মাইলস্টোন উদযাপন

প্রতিটি অর্জন আনন্দের।  আপনার  বিজনেসের সেই আনন্দঘন সময়ে কাস্টমারদের সাথে উদযাপন করতে তাদের অফার দিতে পারেন। কাস্টমার আপনার অর্জন সম্পর্কে জানতে পারবে। এতে, আপনার বিজনেস সম্পর্কে কাস্টমারদের আস্থা ও পেশাদারিত্ব সম্পর্কে ইতিবাচক ধারনার জন্ম দেয়। এটি কাস্টমারের সাথে একটি ব্র্যান্ডের সম্পর্ক বাড়িয়ে তোলে।

 

৫। পারসোনালইজড এসএমএস

নিজের নাম পড়তে মানুষ ভালোবাসে। ৮০% কাস্টমার সেই ব্র্যান্ড থেকে কিনতে পছন্দ করে যারা তাদের স্বকীয় অভিজ্ঞতা প্রদান করে। তারা এই মার্কেটিং তথ্যকে মূল্যবান মনে করে কারণ আপনি তাকে সরাসরি লক্ষ্য করে বলছেন। ৭২% কাস্টমার এই তথ্যের সাথে সরাসরি এঙ্গেজ হয়।

 

পরিশেষে, ৪০% কাস্টমার সেই বিজনেসের সাথে এঙ্গেজ হয় ও ক্রেতায় পরিণত হয় যারা তাদের এসএমএস দ্বারা যুক্ত রেখেছে। এসএমএস মার্কেটিং এর খরচ কম, ওপেন রেট বেশি ও রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো তাই এই শক্তিশালী মার্কেটিং মাধ্যমটি আপনার বিজনেসের জন্য দুর্দান্ত ফলাফল বয়ে নিয়ে আসতে সক্ষম। না জানার কারণে অনেক সেলার এই মাধ্যমটিকে অবহেলা করেন যা তার বিজনেসের মার্কেটিং সফলতার জন্য একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

 

sManager-এর এসএমএস মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন 16516 নাম্বার-এ।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ-এ এবং (https://bit.ly/sManager_Community)

ভিজিট করুন: http://bit.ly/sManagerApp

Leave a comment