sManager বিজনেস সল্যুশন অ্যাপ থেকে আপনি খুব সহজেই এসএমএস মার্কেটিং করতে পারবেন। এর মাধ্যমে আপনি খুব স্বল্প মূল্যে কাস্টমারদের কাছে আপনার পন্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন, জানিয়ে দিতে পারবেন পণ্যের মূল্যছাড় কিংবা বিশেষ কোন অফার, সেই সাথে উৎসব-পার্বণে খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন শুভেচ্ছা বার্তা। চলুন দেখে নেই কীভাবে sManager অ্যাপ থেকে এসএমএস মার্কেটিং ব্যবহার করতে হবে। 

sms marketing

SMS মার্কেটিং করার পদ্ধতি:

১। sManager হোমপেজ থেকে ‘মার্কেটিং ও প্রোমো’ ফিচার-এ ক্লিক করুন।

২। ‘এসএমএস মার্কেটিং’-এ ট্যাপ করে ‘নতুন এসএমএস মার্কেটিং শুরু করুন’ বাটনে ক্লিক করুন।

৩। ‘SMS মার্কেটিং’-এর নাম লিখুন।

৪। কাস্টমারদের যে SMS পাঠাতে চান তা লিখুন।

৫। ‘পরবর্তী ধাপে যান’ বাটনে ট্যাপ করুন।

৬। আপনি যে কাস্টমারদের কাছে SMS পাঠাতে চান তাদের নাম সিলেক্ট করুন।

৭। ‘প্রাপক তালিকায় যুক্ত করুন’ বাটনে ক্লিক করুন।

৮। SMS -এর সংখ্যা ও মূল্য চেক করে ‘এসএমএস’ বাটনে ট্যাপ করুন।

৯। আপনার সিলেক্ট করা কাস্টমারদের কাছে সাথে সাথেই SMS পৌঁছে যাবে।

বিশেষ দ্রষ্টব্য:

– SMS মার্কেটিং এর জন্য অবশ্যই আপনার সেবা ক্রেডিট-এ ব্যালেন্স থাকতে হবে।

– যে SMS গুলো কাস্টমারের কাছে পৌঁছাবে না সেগুলোর টাকা পুনরায় আপনার সেবা ক্রেডিট-এ যোগ হয়ে যাবে।

– একটি SMS-এর সর্বোচ্চ লিমিট ১৬০ ক্যারেক্টার। ১৬০ ক্যারেক্টার-এর বেশি হলে তা ২ বা ক্যারেক্টার-এর সংখ্যা অনুযায়ী SMS সংখ্যা নির্ধারিত হবে।

– প্রতিটি SMS-এর মূল্য ৩০ পয়সা।

– যদি ৫০০ বা এর বেশি কাস্টমার কে একসাথে SMS পাঠাতে চান তহলে https://bit.ly/sManagerWeb ওয়েব পোর্টাল-এ ঢুকে তা করতে হবে।

পরিশেষে বলা যায়, ডিজিটাল যুগের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আপনাকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতেই হবে। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসায় পরিচালনায় কমপ্লিট বিজনেস সল্যুশন দিচ্ছে sManager বিজনেস সল্যুশন মোবাইল অ্যাপ। এই অ্যাপ-এর ‘মার্কেটিং ও প্রোমো’ ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই বাল্ক এসএমএস স্বল্প মূল্যে আপনার কাস্টমারদের পাঠাতে পারবেন সহজেই। 

বিস্তারিত জানতে কল করুন 16516 নাম্বার-এ।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ-এ এবং (https://bit.ly/sManager_Community)

ভিজিট করুন: http://bit.ly/sManagerApp

1 Comment

  • SUBRATA CHAKRABORTY
    Posted October 1, 2020 5:32 pm

    Good

Leave a comment