পাইকারি বাজার
এস-ম্যানেজার ব্যবহারকারী এস-ম্যানেজার ই-শপ থেকে সার্চ দিয়ে সুলভমূ্ল্যে প্রয়োজনীয় আইটেম সিলেক্ট করে পণ্য কিনতে পারবে “পাইকারি বাজার” ফিচারটির মাধ্যমে। সব আইটেম দেখে অথবা অর্ডার লিস্ট থেকে জনপ্রিয় আইটেমগুলি দেখে পছন্দমত পণ্য নির্বাচন করা যাবে।
সুবিধা
✅ সময় বাঁচবে।
✅ যাতায়াত খরচ বাঁচবে ও ঝামেলা কমবে।
✅ সুলভমূ্ল্যে পাইকারি দরে একসাথে অনেকগুলো পণ্য কেনা যাবে ।
কিভাবে ব্যবহার করবেন:
১। হোমপেজ থেকে “পাইকারি বাজার” ফিচার ট্যাপ করুন।
২। ই-শপ আইটেম থেকে সার্চ করে প্রয়োজনীয় পণ্য নির্বাচন করুন। চাইলে “সব আইটেম” ক্যাটাগরি অথবা “আমার অর্ডার লিস্ট” ট্যাপ করে সেখান থেকে জনপ্রিয় আইটেম সমূহ দেখে পণ্য নিতে পারবেন।
৩। এস-ম্যানেজার ওয়ালেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।