fbpx
সাপোর্ট ও ডাউনলোড

যে কোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ নাম্বারে। আমরা পাশে আছি ২৪/৭।

sManager Login

যোগাযোগ
বাড়ি-৪৫৪ , রোড- ৩১, মহাখালী ডিওএইচএস
ঢাকা, বাংলাদেশ
info@sheba.xyz
১৬৫১৬

থার্মাল প্রিন্টার ডিভাইস

বেচা-বিক্রি থেকে যেকোন এন্ট্রি দিয়ে বিক্রির রিসিপ্ট বের করে আনা যাবে ব্লুটুথ থার্মাল প্রিন্টার এর মাধ্যমে। এটি মূলত একটি ডিজিটাল প্রিন্টার মেশিন যার সাহায্যে আপনি এস-ম্যানেজার ব্যবহার করেই লেনদেনের রিসিপ্ট প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন।

সুবিধা
✅ কাস্টমারকে কেনাকাটার সময় ডিজিটাল রিসিপ্ট দেওয়া যাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করেই।
✅ কাস্টমারকে হাতে লিখে রিসিট দিতে হবে না।

✅ প্রথমবার সেটিংস ঠিক করে নিলেই হয়। এরপর থেকে স্বয়ংক্রিয়ভাবেই রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে।

কিভাবে ব্যবহার করবেন:

১। প্রথমে প্রিন্টারটির সুইচ অন করতে প্রিন্টারটির পাওয়ার বাটন প্রেস করুন।
২। এরপর এস-ম্যানেজার অ্যাপটি ওপেন করে বেচা-বিক্রি ফিচারে এন্ট্রি করুন।
৩। “নগদ গ্রহন” ট্যাপ করুন।
৪। ব্লু-টুথ অন করতে “ALLOW” ট্যাপ করুন।
৫। প্রিন্টার ফোনের সাথে সংযোগ করুন “0000” পিন নাম্বার দিয়ে। চাইলে অ্যাপ ওপেন করারর আগেও প্রিন্টারটি Bluetooth এর সাহায্যে ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন ফোনের ব্লুটুথ সেটিংস থেকে।
৬। এরপর নগদ গ্রহন-এ ট্যাপ করলে রিসিপ্ট প্রিন্টের অপশন দেখতে পাবেন।

৭। রিসিপ্ট প্রিন্ট করুন বাটনে ট্যাপ করে প্রিন্টারটি সিলেক্ট করুন, এরপরই রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে।

কি কি মডেল আছে?

BM85E, BM58E, MPT-II

Key Word: pos printer, thermal printer.

সাপোর্ট ও ডাউনলোড

যে কোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ নাম্বারে। আমরা পাশে আছি ২৪/৭।

x