হিসাব খাতা

ব্যবসায় আয় ও ব্যয়ের দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক হিসাব রাখা ও দেখার জন্য সেরা ফিচার হিসাব খাতা। আপনার ব্যবসায় আজকে কত টাকা কোন খাতে ব্যয় করলেন ও কোন খাত থেকে কত টাকা আয় করলেন, তার হিসাব রাখুন হিসাব খাতায়। সপ্তাহ, মাস ও বছর শেষে বিস্তারিত হিসাব দেখতে পারবেন।

সুবিধাঃ

✅ দৈনিক আয় ও ব্যয়ের হিসাব রাখা যায় এক জায়গাতেই
✅ দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক আয়-ব্যয়ের চার্ট দেখা যায়
✅ বেচা-বিক্রি, মার্কেটপ্লেস ও অন্যান্য মাধ্যম থেকে আয় দেখা যায়
✅ মোট দেখা-পাওনার হিসাব দেখা ও রাখা যায়

 

কিভাবে ব্যবহার করবেন:

১। আপনি বেচা-বিক্রি ফিচারে পণ্য বিক্রি করলে তা স্বয়ংক্রিয়ভাবে হিসাব খাতায় উঠে যাবে। অথবা মার্কেটপ্লেসে সার্ভিস বিক্রি করলে তাও সরাসরি হিসাব খাতায় চলে যাবে। সেখান থেকে আপনি দৈনিক আয়ের হিসাব দেখতে পারবেন।

২। এস-ম্যানেজার অ্যাপের ল্যান্ডিং পেইজের “আরও” বাটনে ট্যাপ করলে সব ফিচার দেখতে পাবেন। সেখানে হিসাব খাতা ফিচারটিতে ট্যাপ করুন।

৩। দিনের আয়ের এন্ট্রি দিতে আয়ের এন্ট্রি দিন বাটনে ট্যাপ করুন। পরের পেইজে আয়ের পরিমাণ, আয়ের তারিখ লিখুন। এরপর আয়ের খাত নির্বাচন করে সাবমিট করুন। চাইলে নোটও রাখতে পারবেন।

৪। দিনের ব্যয়ের এন্ট্রি দিতে ব্যয়ের এন্ট্রি দিন বাটনে ট্যাপ করুন। পরের পেইজে ব্যয়ের পরিমাণ, তারিখ, ব্যয়ের খাত নির্বাচন করে নোটও রাখতে পারবেন। লেনদেনের অবস্থা বাকি আছে নাকি পরিশোধিত, তাও ইনপুট দিতে পারবেন। সব শেষে সাবমিট বাটনে ট্যাপ করলে তথ্য হিসাব খাতায় চলে আসবে।

Leave a comment